
দেখেছি পরিবর্তন সময়ের
--- হুসেইন মুহম্মদ এরশাদ
সেই কবে করেছি যাত্রা শুরু
পার হয়ে বহু চড়াই উৎরাই
দেখেছি পরিবর্তন সময়ের
উত্থান পতন সাম্রাজ্যের;
কখনো হেঁটেছি মেঠো পথে
দেখেছি তুলতে ধান শূন্য গোলায়
কখনো নদী, কখনো সেতু ও সাঁকো
পার হয়ে করেছি শুভেচ্ছা বিনিময়
অগণিত মানুষের সাথে। তাদের কেউ কেউ
আজো দেখা হলে শ্রদ্ধা জানায়
কেউ কেউ না চেনারও ভান করে-
দ্র“ত চলে যায় হেঁটে বিভিন্ন মহলে।
কতো যে মহল দেখেছি এ যাবত
ভবন, সিংহদ্বার উঠেছে গজিয়ে
আবার তারও পতন দেখতে হয়েছে
সময়ের ব্যবধানে; তারপরও হেঁটেছি
আমি, এবং হেঁটেই চলেছি। এ হাঁটার
শেষ কোথায়, জানি না। কি বিচিত্র
রূপ জীবনের, কতো আশ্চর্য হবার মতো
মানুষ প্রতিদিন ভীড় করছে শহরে;
রাস্তা থেকে ফুটপাতে শুধু মানুষ আর মানুষ
বিভিন্ন ধরনের মানুষ, বেকার, হতাশায় অস্থির;
এ কোন কাল অতিক্রম করছি আমি
কোন কিছুর পাইনা নাগাল।
এসেছে আকাল-
এসেছে বৃষ্টি-ঝড়-টর্নেডো; নিয়েছে
উড়িয়ে- কোথাও ঘরের চাল
কোথাও বৃক্ষ, অগনিত জান-মাল;
তারপরও হাঁটছি আমি
হেঁটেই চলেছি কখনো
অজানা অচেনা জনপদে
কখনো পাখির শব্দের শান্ত গুহায়
রেখেছি পায়ের ছাপ।
হাঁটবো আরো হাঁটবো আমি
যাবো বহু দুরে যেখানে আকাশ মাটি
এক হয়ে গেছে। যেখানে আজো
শোনা যায় পাখির উলাস গান, নদীর কলতান
শোনা যায়- জীবনের ডাক নিঃশ্বাস সমুদ্রের।
< Prev | Next > |
---|